ব্যাংক ভাইভার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর।

20180703_150051
1 Comment

#ব্যাংক ভাইভার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং
উত্তর
—————–

১। ব্যাংক কাকে বলে ?
উত্তর : ব্যাংক হলো মধ্যস্থতাকারী
আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ ও বিভিন্ন
প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা
রাখে এবং এদের ঋণদান করে।
.
২। ব্যাংকিং কি ?
উত্তর : ব্যাংকের সকল কার্যক্রমকে
ব্যাংকিং বলে।
.
৩। বাণিজ্যিক ব্যাংক কি ?
উত্তর : আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের
মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে
ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে
বাণিজ্যিক ব্যাংক বলে।
.
৪। বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও
কি ?
উত্তর : কোন বিনিয়োগকারী তার
মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে
আনুপাতিক হারে বিনিয়োগ করে যে
আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের
পোর্টফলিও বলে।
.
৫। বাংলাদেশে রাষ্ট্রীয়
মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক
কতটি ?
উত্তর : ৬টি (1.SBL, 2.JBL, 3.ABL, 4.RBL,
5.BDBL, 6.BASIC Bank)
.
৬। তফছিলি ব্যাংক কি ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক হতে
লাইসেন্স গ্রহণকারী ব্যাংক যা সকল
বিধি বিধান যথা ন্যুনতম মূলধন,CRR, SLR,
প্রভিশন, রিটার্ন দেয়া ইত্যাদি মেনে
চলে । Cash reserve Ratio (CRR) এবং Statutory
liquidity ratio (SLR)
.
৭। বাংলাদেশে তফছিলিভুক্ত ব্যাংক
ব্যাংক কতটি ?
উত্তর : ৫৭টি (সর্বশেষ—সীমান্ত ব্যাংক)
.
৮। বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা কি ?
উত্তর :বিশেষ অর্থনৈতিক খাতে
বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক
বাবস্থা পরিচালিত হয় তাকে
বিশেষায়িত ব্যাংক বাবস্থা বলে।
.
৯। বাংলাদেশে সরকারী
মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক
কতটি ?
উত্তর : ২টি (1.BKB, 2.RAKUB)
.
১০। উন্নয়ন ব্যাংক কি ?
উত্তর : উন্নয়ন ব্যাংক বলতে
বিশেষায়িত সরকারী এবং
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে
বুঝায় যারা মূলত বিভিন্ন শিল্প
প্রতিষ্ঠান গঠন এবং প্রসারের জন্য মধ্যম
ও দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করে।
বাংলাদেশের ২টি উন্নয়ন ব্যাংকের
নাম বলুন।
উত্তর : বাংলাদেশ কৃষি ব্যাংক,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
.
১১। বাংলাদেশে বেসরকারি
বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৪০ টি ( ৩২ কনভেন্সনাল+৮
ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক)
.
১২। বাংলাদেশে বিদেশী
মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক
কতটি ?
উত্তর : ৯টি
.
১৩। সুদের হার কি ?
উত্তর :ঋণ গ্রহণের জন্য প্রদত্ত অর্থের
শতকরা হারকে সুদের হার বলে।
.
১৪। ব্যাংক হার কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক যে হারে
তফসিলীভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান
করে তাকে ব্যাংক হার বলে।
বর্তমানে বাংলাদেশে ব্যাংক হার
৫%
.
১৫। ব্যাংক হার নীতি কি ?
উত্তর : যে হারে কেন্দ্রীয় ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকগুলকে ঋণ প্রদান
করে থাকে তাকে ব্যাংক হার নীতি
বলে।
.
১৬। ঋণ নীতি কি ?
উত্তর :ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ
আমানত হিসাবে গ্রহণ করে এবং এই
আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে
আবার ঋণ হিসাবে মঞ্জুর করে এজন্য
ব্যাংককে ঋণ মঞ্জুর ও আদায়ের
ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে
হয়। এরূপ নীতিকে ঋণ নীতি বলা হয়।
.
১৭। আর্থিক নীতি কি ?
উত্তর : একটি দেশের মুদ্রার যোগান ও
ঋণ নিয়ন্ত্রণ নীতিকে আর্থিক নীতি
বলে।
.
১৮। খোলাবাজার নীতি কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের
যোগান নিয়ন্ত্রণের জন্য
খোলাবাজারে হুন্ডি, শেয়ার, ঋণপত্র
ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ
করার পদ্ধতিকে খোলাবাজার নীতি
বলে।
.
১৯। প্রকৃত আমানত কি ?
উত্তর : কোনো ব্যাংক তার নিজস্ব
মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে
জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে।
.
২০। মুদ্রাপাচার কি ?
উত্তর :দেশ থেকে বিদেশে অথবা,
বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা
স্থানান্তর করলে তাকে মুদ্রা পাচার
বলে।
.
২১। আন্তর্জাতিক ব্যাংকিং কাকে
বলে ?
উত্তর :বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম
যখন দেশীয় সীমানা পেরিয়ে
আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম
প্রসারিত করে তখন তাকে
আন্তর্জাতিক ব্যাংকিং বলে।
.
২২। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের
নাম কি ? উত্তর : ব্যাংক অফ ইংল্যান্ড।
.
২৩। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের
নাম কি ? উত্তর : ফেডারেল রিজার্ভ
ব্যাংক।
.
২৪। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম
কি ? উত্তর : রিজার্ভ ব্যাংক অফ
ইন্ডিয়া
.
২৫। আর্থিক মধ্যস্থতা কি ?
উত্তর : বর্তমানকালে বিভিন্ন দেশে
বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, ঋণ
সংস্থা, বীমা কোম্পানি ইত্যাদি
প্রতিষ্ঠান সঞ্চয়কারীদের কাছ থেকে
তহবিল বিনিয়োগকারীদের কাছে
স্থানান্তর করে। এই প্রক্রিয়াকে
আর্থিক মধ্যস্থতা বলে।
.
২৬। গারনিশি অর্ডার কী ?
উত্তর : আদালত কর্তৃক ব্যাংক এর ওপর
প্রদত্ত একটি আদেশ হলো গারনিশি
অর্ডার।
আদালত কর্তৃক কোনো পাওনাদারের
পাশে যখন কোনো দেনাদারের
(ব্যাংকের গ্রাহক) বিরুদ্ধে তার
হিসাব বন্ধের জন্য একটি আদেশ জারি
করা হয় তখন তাকে গারনিশি অর্ডার
বলে।
.
২৭। স্মার্টকার্ড কি ?
উত্তর : যে কার্ডের মাধ্যমে যে কোন
সময় টাকা ছাড়াই লেনদেন বা
কেনাবেচা করা যায় তাকে
স্মার্টকার্ড বলে।
.
২৮। ক্ষুদ্র ঋণ কি ?
উত্তর :ক্ষুদ্র ঋণ বলতে বুঝায় সামান্য ধার
যা সাধারণত ব্যাংকের বা অন্যান্য
সংস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে
প্রদান করা হয়।
.
২৯। মূলধন বাজার কি ?
উত্তর :যে বাজারে দীর্ঘমেয়াদি
ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন
বাজার বলে।
.
৩০। স্টক এক্সচেঞ্জ বলতে কি বুঝেন ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ বলতে এমন এক
স্থানকে বুঝায় যেখানে জয়েন্ট স্টক
কোম্পানি, সরকারী এবং আধা-
সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের
ঋণপত্রের ক্রয়-বিক্রয় হয়।
.
৩১। অর্থ বাজার কি ?
উত্তর : যে বাজারে স্বল্পকালীন
সময়ের জন্য ঋণ আদান প্রদান করা হয়
তাকে অর্থ বাজার বলে।
.
৩২। শেয়ার বাজার কি ?
উত্তর : যে সুসংহত বাজারে শেয়ার ক্রয়
বিক্রয় করা হয় তাকে শেয়ার বাজার
বলে।
.
৩৩। তারল্য কি ?
উত্তর :ব্যাংকে আমানতকারীদের
তাৎক্ষনিক চাহিদা মেটানোর জন্য
যে অর্থ নগদ আকারে রেখে দেয়
তাকে তারল্য বলে।
.
৩৪। বাট্টাকরণ কাকে বলে ?
উত্তর :ভবিষ্যতের কোনো নির্দিষ্ট
সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের
আজকের মূল্য কত তা নির্ধারণ করার
প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
.
৩৫। অফশৌর ব্যাংকিং কি ?
উত্তর :আন্তর্জাতিক ব্যাংকিং এর
অফশৌর কেন্দ্রে যে সেবামূলক
ব্যাংকিং গড়ে ওঠে তাকে অফশৌর
ব্যাংকিং বলে।
.
৩৬। বাংলাদেশে অফশৌর ব্যাংকিং
এর দুটি সুবিধা উল্লেখ করেন।
উত্তর : বাংলাদেশে অফশৌর
ব্যাংকিং দুটি এর সুবিধা হলোঃ ১)
সুদবিহীন বিদেশী মূলধনের প্রবাহ সৃষ্টি
করা ; ২) স্থানীয় মূলধন তীব্র শিল্প
স্থাপন ও উন্নয়ন।
.
৩৭। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝায় ?
উত্তর : যে ব্যাংক মুদ্রা বাজারের
শীর্ষে অবস্থান করে অন্যান্য ব্যাংক
বাবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা
করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক
বলে।
.
৩৮। ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়
কাকে । কেন ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের
শেষ আশ্রয়স্থল বলা হয়।দেশের সরকার
কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক
আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয়
ব্যাংক সাহায্য করে। জরুরি প্রয়োজনে
ঋণ দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংককে
ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে।
.
৩৯। বাংলাদেশ ব্যাংকের গঠন কি ?
উত্তর : বাংলাদেশের ব্যাংক একটি
সম্পূর্ণ সরকারি মালিকানাধীন
ব্যাংক।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ
নিয়ন্ত্রণে একটি ‘পরিচালনা পর্ষদ’-এর
ওপর ন্যস্ত এ ব্যাংক। একজন গভর্নর, দুজন
ডেপুটি গভর্নর এবং আটজন পরিচালক
নিয়ে সরকারের মনোনীত এ পর্ষদ।
.
৪০। বাংলাদেশ ব্যাংকের কাজ কি
কি ?
উত্তর : নোট প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ,
সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের
ব্যাংকার ইত্যাদি
.
৪১। বাংলাদেশ ব্যাংকের বর্তমান
গভর্নর কে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংকের বর্তমান
গভর্নর ফজলে কবির (১২ তম)।
.
৪২। বিহিত মুদ্রা কী ?
সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক
ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা।
.
৪৩। SDR কি ?
উত্তর : SDR হলো কতিপয় দেশের মুদ্রার
একটি গড় গুরুত্বসূচক ম্যান যা
আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের
শেষের দিকে চালু করে।
.
৪৪। ইউরো ডলার কি ?
উত্তর :ইউরোপীও ইউনিয়নভুক্ত দেশগুলো
একত্রিত হয়ে যে একক মুদ্রা চালু
করেছে তাকে ইউরো ডলার বলে।
.
৪৫। SDR এর পুর্ণরূপ বলুন । উত্তর : SDR এর
পুর্ণরূপ Special Drawing Rights
.
৪৬। CIB এর পুর্ণরূপ বলুন । উত্তর : CIB এর পুর্ণরূপ
Credit Information Bureau
.
৪৭। মার্ক আপ নীতি কি ?
উত্তর :কোন প্রতিষ্ঠান যখন অন্য
প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ নীতির উপর
ভিত্তি করে নিজস্ব সেবার মূল্য
নির্ধারণ করে তখন তাকে মার্ক আপ
নীতি বলে।
.
৪৮। নিকাশ ঘর কি ?
উত্তর :বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-
পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান
নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর
বলে। অন্যভাবে,
নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা,
যাতে কোনো নির্দিষ্ট স্থানে
আনীত সব চেক ও হুন্ডির উদ্বৃত্ত পরস্পর
দাবির বিপক্ষে যোগ-বিয়োগ করা হয়।
এটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির
স্থান।
.
৪৯। নিকাশ ঘর কে নিয়ন্ত্রণ করে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক।
.
৫০। ঋণপত্র কি ?
উত্তর : ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানকারী ও ঋণ
গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র
যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের
হার, মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে।

৫১। অনলাইন ব্যাংকিং কি?
উত্তর : অনলাইন ব্যাংকিং হল কোন একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে ককম্পিউটার প্রযুক্তি নির্ভর একটি নেটওয়ার্ক ব্যবস্থা।

৫২। ব্যাংক চেক কাকে বলে এবং কত প্রকার?
উত্তর :

৫৩। চলতি হিসাব কি?
উত্তর :

৫৪। ব্যাংক ড্রাফট কি?
উত্তর :

৫৫। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তর :

৫৬। সঞ্চয়ী হিসাব কি?
উত্তর :

৫৭। RTGS(Real Time Gross ssettlement) কি?
উত্তর :

৫৮। ভাউচার কি, ডেভিট ও ক্রেডিট ভাউচার কি?
উত্তর :

৫৯। বিক্রয় ও বিক্রয় প্রসার কি?
উত্তর :

৬০। ডেভিট ও ক্রেডিট নোট কি?
উত্তর :

৬১। চালান ও ট্রেজারি চালান কি?
উত্তর :

৬২। আপনি কেন পেশা হিসেবে ব্যাংক জবকে বেচে নিলেন?
উত্তর : আধুনিক যুগে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে যে কয়েকটিকে গুরুত্বের সঙ্গে দেখা হয়, ব্যাংকিং সেগুলোর মধ্যে অন্যতম। সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তার দিক দিয়ে এটি সবচেয়ে স্ট্মার্ট ও যুগোপযোগী পেশাগুলোর একটি। এখানে আছে নিত্যনতুন চ্যালেঞ্জ, কর্মব্যস্ত দিন। কাজের মধ্যে নেই একঘেয়েমি। তাছাড়া এই পেশা আর্থিক স্বচ্ছলতার একটা নিশ্চয়তা দেয় বিধায় সততার সাথে জীবনধারণ সম্ভব হয় এবং এখানে দক্ষ কাজের পুরষ্কার স্বরুপ খুব তাড়াতাড়ি পদোন্নতি পাওয়া সহজ হয়।
সব মিলিয়ে এখানে ক্যারিয়ার বিল্ডআপও করা যায় খুব সহজে।

Related Blogs

  • Jan 26, 2019
    10 Tips for BCS…

    Md. Zahid Hasan BCS 29TH, Cadre ------------------------------ You want to take BCS preparation or BCS Preliminary preparation successfully, right? But..

    1 Read More
  • Jul 11, 2018
    আন্তর্জাতিক সংস্থা ও আইনসভা…

    বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আইনসভা সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ USSR ভুক্ত ১৫ টি রাষ্ট্রঃ কৌশলঃ ALL K KUTTA RAB ZUM..

    0 Read More
  • Jul 9, 2018
    All important linking words

    #গুরুত্বপূর্ণ Linking words...... ✪ So that - যাতে , যেন ✪ First of all - প্রথমত ✪ Rather - বরং,..

    0 Read More
  • Jul 7, 2018
    সবদেশের মুদ্রার নাম মনে…

    #সবদেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল ! যে সকল দেশের মুদ্রার নাম "দিনার" টেকনিক: আজ তিসা ও লিবা কই ডিনার..

    0 Read More
  • Jul 5, 2018
    Charles Dickens, English histry

    Charles Dickens (1812----1870)। থেকে প্রশ্ন প্রায় প্রায় আসে দেখে রাখুন 1.Charles dickens belongs to Victorian period (1832---1901) 2.Charles dickens প্রতিটি..

    1 Read More
  • Jul 5, 2018
    বিগত সালের BCS লিখিত ও…

     সালের BCS লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষায় আসা Phrase and Idioms. 1. 'Null and void' = বাতিল (38th BCS preli ;..

    1 Read More
  • Jul 4, 2018
    সাল, আর হবে না…

    ১২০৪- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় ১২১৫- ১৫ জুন ম্যাগনাকার্টা সনদ ১৪৫৯- ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা ১৪৯২- কম্ববাসের..

    0 Read More
  • Jun 11, 2018
    রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সহজে…

    রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সহজে মনে রাখুন:  দুইবোন এত চতুর ছিল যে, চোখের বালি দিয়ে রাজর্ষির সাথে যোগাযোগ করত ঘরের বাহিরে।..

    0 Read More
  • Jun 8, 2018
    গণিতের শর্টকাট টেকনিকঃ- (পর্বঃ০২)

    ৪০ তম বিসিএস প্রস্তুতি। #গনিতের দ্বিতীয় পেস্ট  #Angle_And_Triangle "মহাবিশ্বের এক অমৃতবানী গণিতকে করা হয়েছে বিজ্ঞানের রাণী গণিতকে যারা করে না..

    0 Read More
  • Jun 8, 2018
    বিসিএস প্রিলি প্রস্তুতি

    নিচের টপিকস থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে  বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ যততম সদস্যঃ ………………………………………… ১) জাতিসংঘের ১৩৬ তম সদস্য। ২)..

    0 Read More
  • Jun 7, 2018
    গণিতের শর্টকাট টেকনিকঃ- (পর্বঃ০১)

    গণিত আসলে পানির মত সোজা, বিশ্বাস না হলে দেখুন প্রতিটি অধ্যায়ের শর্টকাট টেকনিকগুলো। . শেয়ার করে রেখে দিন, না হয়..

    0 Read More
  • Jun 6, 2018
    সূত্র বা ফর্মুলা দিয়ে…

    একটি সূত্র বা ফর্মুলা দিয়ে অর্থাৎ একটা Basic Sentence Structure দিয়ে যে কোন ইংলিশ বাক্য লিখুন … আপনাকে আর অসংখ্য..

    3 Read More
  • Jun 5, 2018
    40তম বিসিএস প্রিলি প্রস্তুতি

    সুশাসন থেকে ১০টি প্রশ্ন করা হয়। এখানে একটু সতর্ক থাকলেই ৫-৬ (প্রিলি টেকার মতো মার্কস) পাওয়া যায়।] . ক. ১-২..

    0 Read More
  • Jun 5, 2018
    প্রতিদিন Daily Star paper…

    জনপ্রিয় ত্রিকা ডেইলি স্টারের সব ইংরেজি Vocabulary এখানে পোস্ট করা হল। 1. Ceasefire Violations – যুদ্ধবিরতি লঙ্ঘন 2. Rebels –..

    0 Read More
  • Jun 4, 2018
    Tips and Tricks all…

    একজন প্রশ্ন করেছেন কিভাবে spoken English এ ভাল করা যায়?????? , প্রথমে কিছু ইংরেজি শব্দ ও structure আপনাকে জানতে হবে।..

    1 Read More
  • Jun 4, 2018
    লক্ষ্য যাদের বিসিএস

    প্রত্যেক শিক্ষিত মানুষের জন্য অন্যতম বড় সিদ্ধান্ত বা চ্যালেঞ্জ হলো পেশা নির্বাচন করা অথবা ক্যারিয়ার ঠিক করা! অর্থাৎ কীভাবে তিনি..

    0 Read More
1 Comment

Leave us a comment